আবু তাহের সরফরাজ
আবু তাহের সরফরাজের দশটি ইসলামি গান
প্রকাশিত : নভেম্বর ০৩, ২০২০
এক.
হেরা গুহায় ধ্যানের নবি ওহি পেলেন, পড়ো
সেই নবিজির উম্মত আজ দ্বন্দ্বে জরোসরো।
জ্ঞানের আলো নিভে গেছে, মূর্খতা চারদিকে
মানবীয় গুণগুলো আজ হয়ে গেছে ফিকে।
মানুষ দেখে পালায় মানুষ
জ্ঞান অভাবে নেই কারো হুঁশ
উদারতার চেয়ে এখন হানাহানিই বড়।।
ইসলামি দিক-নির্দেশনা বিকৃত আজ ভবে
জ্ঞানের মশাল ঊর্ধ্বে তুলে হাঁটবে কে আর তবে?
কোরান হাদিস কেউ পড়ে না
জ্ঞানের খোঁজে কেউ নড়ে না
শ্রেষ্ঠ হয়েও মানুষ এখন মানুষ তো নয়, জড়।।
দুই.
সরল পথের পথিক ওগো মোহাম্মদ রাসুল
উল্টোপথে হেঁটে আমি করেছি যে ভুল।
ইচ্ছে যেন প্রভু আমার, আমি কৃতদাস
ভুলেই গেছি, মানবজাতির সৃষ্টি-ইতিহাস।
জগৎপিতার প্রতিনিধি
হয়েও আমি ভাঙছি রীতি
আর এদিকে নিয়ম মেনে চলছে সৃষ্টিকূল।।
এই পৃথিবীর নিয়ম ভেঙে চলতে গিয়ে দেখি,
দুঃখ লেখা জীবনপাতায়, চরিত্রটাও মেকি।
সরল পথের বিধান পড়ে
থাকব এবার নিজের ঘোরে
এতদিনের বৃথা সময় করব রে উশুল।।
তিন.
পুলসিরাতের সাঁকো ওই যে দ্যখা যায় রে ভাই
পার হতে কি আছে তোমার আমলের সঞ্চয়।
এই দুনিয়ার চটকদারি চোখ ধাঁধানো আয়োজন
ভোগবিলাসে মত্ত মানুষ মেটায় শুধু প্রয়োজন।
দিন চলে যায় দিনের মতো
রাতের প্রহর হয় যে গত
ঘুম তবু ভাঙে না কারো বিবেকের তাড়ায়।।
এই দুনিয়া পান্থশালা আমরা সবাই মেহমান
ফিরতে হবে নিজ বাড়িতে নিশ্বাসে যেই পড়বে টান।
কোন খেয়ালে আছো রে মন
জন্মমৃত্যু এই তো জীবন
শূন্য পড়ে থাকবে তোমার দুনিয়ার কামাই।।
চার.
বিশ্বাসীদের বন্ধু ওগো নূরনবি হযরত
পথ হারানো পথিক আমি দেখাও সরল পথ।
নানা মতের পথের বাঁকে পথ হারিয়ে বসে
ক্লান্ত আমি দেখতেছিলাম, সব পথই যায় ধসে।
সকল মতই সত্য যে নয়
সত্য খুবই গোপনে রয়
সেই সত্য চেনাও ওগো নবি মোহাম্মদ।।
বিশ্বাসীদের সরল পথের খোঁজ দিলো কোরআন
বুঝতে পারি, সকল কিছুর মূলেই হলো জ্ঞান।
জ্ঞানের আলোয় পথ দ্যাখে চোখ
কিন্তু বলো কোথায় সে লোক
দ্বীনের নবি মোহাম্মদের প্রিয় হে উম্মত।।
পাঁচ.
মৃত্যু এসে হঠাৎ করেই ধরবে তোমার ঘাড়
মৃত্যু থেকে বাঁচতে পারে সাধ্য আছে কার!
আসছে মানুষ যাচ্ছে মানুষ এই তো জীবনধারা
দ্যাখাও তো একজনকে এমন যিনি মৃত্যুছাড়া।
ক্ষণিকের এই আবাসভূমি
চিরদিনের ভাবছ তুমি
অন্তরে যে পরদা আছে সরাও তা এবার।।
এই যে জীবন তুচ্ছ তো নয় মূল্য বুঝে নাও
নিজের ভেতর ডুব দিয়ে মন একটিবার তাকাও।
আছেন যিনি অনুভবে
তার কাছে ফিরতে যে হবে
মাঝখানে এই জীবনটুকু পরীক্ষা তোমার।।
ছয়.
এই পৃথিবী আল্লাহ তালার আর যে কারো নয়
খাজনা দিলে তাকেই দেব বাঁচার বিনিময়।
নিশ্বাসে অক্সিজেন টানি বাতাস থেকে পেয়ে
জীবন বাঁচে এই প্রকৃতির ফল ও ফসল খেয়ে।
এসব যিনি করেন দান
কী দেব তার প্রতিদান
আল কোরআনের বিধান মেনে চললে তা শোধ হয়।।
জায়গাজমির সরকারি খাজনা দিতে হয় জমা
তা না দিলে আদালতে পায় না তো কেউ ক্ষমা।
এই যদি হয় দুনিয়া
তবে রাখো শুনিয়া
বিশ্ব অধিপতির আইন এর চেয়ে নির্দয়।।
সাত.
মসজিদে ওই দিচ্ছে আজান পড়বি কে নামাজ
আয় ছুটে আয় নামাজ পড়ি বিছিয়ে জায়নামাজ।
পাঁচ ওয়াক্ত দাঁড়াচ্ছি রোজ সম্মুখে খোদার
নামাজ শেষেই নাফরমানি করছি গো আবার।
ওজনে কম দিচ্ছি মেপে
চোখের লজ্জা করছি না যে
আবার, নামাজ পড়ে ভাবছি পালন করছি ধর্মকাজ।।
নামাজ মানে খোদার কাছে আত্মসমর্পন
নিজের ভেতর শয়তানি ভাব সবই বিসর্জন
নামাজ তো নয় শুধুই রীতি
নামাজে হয় খোদার ভীতি
তোমার, কথা এবং আচরণের শুদ্ধতাই নামাজ।।
আট.
ইসরাফিলের শিঙ্গাধ্বনি শুনেই টলমল
চলতে শুরু করবে পাহাড় দেখছ যা নিশ্চল।
উলটে যাবে সৃষ্টিজগৎ সূর্য যাবে নিভে
আকাশ হবে বিদীর্ণ তা ধরে কে রাখিবে!
মানুষ হয়ে পড়বে ভীত
সৃষ্টিজগৎ প্রকম্পিত
উগড়ে দেবে রত্নখনি পৃথিবীর ভূতল।।
শেষবিচারে সব মানুষই হবে একত্রিত
সন্দেহ নেই সেই দিবসের, সবাই হবে ধৃত।
পড়বে তুমি আমলনামা
পাবে না কিছুতেই ক্ষমা
পূর্ণভাবেই দেয়া হবে তোমার কর্মফল।।
নয়.
যদি, সবাই আমায় যায় ছেড়ে যায় তাতেও আমি রাজি
তবু, আল্লারই ধ্যান ভাঙতে আমি পারব না গো আজি।
স্বার্থ ছাড়া এই জগতে মানুষ যে নেই কেউ
মুখোশ পরা মুখগুলোকেই ভাবছি সুখের ঢেউ।
ঢেউয়ের ওপর ঢেউ ছড়িয়ে
মুখগুলো সব যায় হারিয়ে
এই মানুষের জন্যে মানুষ জীবন ধরে বাজি।।
আল্লাহ আমার অভিভাবক দুঃখদিনের সাথি
সবাই ছেড়ে গেলেও তিনি থাকেন দিবস-রাতি।
ভুল যদি হয় জীবনপথে
ক্ষমা করেন সাথে সাথে
প্রেমের প্রতিদান যে দেবেন বিচার দিনের কাজি।।
দশ.
এই পৃথিবীর যা কিছু সব খোলস দিয়ে ঢাকা
খোলসটাকেই জীবন ভেবে চলছে জীবন চাকা।
চলতি পথে মুখ ও মুখোশ খুলছে কতশত
ভাবনা আসে, এই কী জীবন কাটছে নিজের মতো!
খোলস ভেঙে দেখতে যে পাই
আল্লাহ ছাড়া আর কিছু নাই
শূন্য থেকে নিখিল নভে তার ছবিটাই আঁকা।।
জগৎ ঘুরে পথে পথে খোলস ভাঙার জ্ঞান
শিখতে গিয়ে পেলাম খুঁজে পবিত্র কোরআন।
খুলল জ্ঞানের দরজাগুলো
অবিশ্বাসে পড়ল ধুলো
খোদার নূরের রওশনে চোখ এবার ফিরে তাকা।
কবির অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গানগুলো ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।