
আত্মপরিচয়ের খোঁজে
স্বকৃত নোমানপ্রকাশিত : আগস্ট ৩০, ২০১৮
কেউ যদি এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে― আমার পরিচয় কী? আমি বাঙালি, না মুসলমান? তবে সে পড়তে পারে তিনটি বই: আবদুল হকের ‘বাঙালী জাতীয়তাবাদ এবং অন্যান্য প্রসঙ্গ’, এস ওয়াজেদ আলির ‘ভবিষ্যতের বাঙালী’ এবং হুমায়ুন কবিরের ‘বাঙলার কাব্য’। এ তিনটি বই পড়লে তার সংশয়টা কেটে যাবে।
‘কেটে যাবে’ না বলে বলা উচিত, সমূলে উৎপাটিত হবে। সে খুঁজে পাবে তার আত্মপরিচয়, প্রকৃত পরিচয়। তিনটি বই যেন তিন সহোদর। একটি অন্যটির পরিপূরক। বইগুলো আয়তনে ছোট, কিন্তু তত্ত্ব ও তথ্যে, চিন্তুা ও যুক্তিতে ভারী। পাঠশেষে যে-কোনো বাঙালি পাঠকের মনে হবে― এতদিন আমি বইগুলো কেন পড়িনি?
বই তিনটির রচনাকাল মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালের। তবু এখনো মনে হয় ভাষায়, চিন্তায় এই তিন লেখক কতই না আধুনিক। তারা কতই না সাহসী, কতই না প্রগতিশীল। বাংলাদেশে প্রগতিশীল চেতনার যে ধারা বহমান, তাঁরা সেই ধারার অন্যতম কাণ্ডারি। লেখনির মধ্য দিয়ে তাঁরাই প্রস্তুত করে দিয়েছিলেন প্রগতিশীল চেতনার ভিত।
চিন্তা-চেতনাকে ঋদ্ধ করার মতো এই তিনটি বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত। পাঠকের চিন্তার দুয়ারে করাঘাত করে এই তিনটি প্রবন্ধের বই।
লেখক: কথাসাহিত্যিক