আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৪
ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার প্লাটফর্মটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, “আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।”
সংগঠনটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, “ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।”