আকন্দ শাওনের কবিতা ‘ইসরাইল সাবধান হও, সাবধান’
প্রকাশিত : আগস্ট ২০, ২০২১
ইসরাইল সাবধান হও, সাবধান!
দুনিয়ায় বুকে মরি নাই আমরা মুসলমান
কী ভেবেছ, আমরা হীন? নাই হিম্মত?
জেনে রাখো তবে আমার মুহাম্মদের উম্মত।
অন্তরে ঈমানি রক্ত, মুখে কালেমার বুলি
আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ কাঁপিয়ে তুলি।
হাতে যদি উঠে যায় সেই জুলফিকার
তোমাদের বাঁচাবে এমন সাধ্য কার?
আমি মুসলিম মরলে জান্নাত, হয়ে যাব দামি,
আর তোমরা পাপিষ্ঠ। মরলে জাহান্নামি।
হে ইসরাইল, সাবধান হও সাবধান
আর একজনও যদি মরে মুসলমান
শোনো তবে, এ বুকে বারুদ ঠাসা
একবার জ্বলে উঠলেই হয়ে উঠব সর্বনাশা।
ফিলিস্তিন করবে দখল? এতই কী সহজ!
ছাড়ব না একটি বালুকণা, শহিদ যদিও হই রোজ।
ফিলিস্তিন মানে না কভু হার, ছাড়ে না হাল
জানে তারা ঘনিয়েছে রাত, হবে নতুন সকাল।
জাগছে সূর্য, আসছে আবার নতুন দিন
জিতবে বীরের জাতি, জিতবে ফিলিস্তিন।