অমিত কুমার কুণ্ডু
অমিত কুমার কুণ্ডুর ৪ কবিতা
প্রকাশিত : আগস্ট ১২, ২০২২
পরিবার
সুখ সুখ আহা সুখ তোমাদের সঙ্গে
গোলাপের ঘ্রাণ পাই তোমাদের অঙ্গে
তোমরা তো পরিজন পরিবার সাথি হে
তোমাদের সাথে কাটে সারাদিন-রাতি হে
তোমাদের চোখে এলে কণা জল সূক্ষ্ম
মনজুড়ে নেমে আসে একরাশ দুঃখ
সোনামুখে হাসি এলে সুখ হৃদযন্ত্রে
তবু ডুবে যেতে নেই পরিবারতন্ত্রে।
পরিবারে একে অপরের প্রতি নির্ভর
কেউ ডাকে বাসাবাড়ি, কেউ ডাকে নীড়, ঘর
পরিবার কাছে পেলে এ হৃদয় শান্ত
দূরে গেলে উদ্বেগ, মন অতালান্ত
তবু যদি পরিবারে শুরু হয় দ্বন্দ্ব
একে অপরের সাথে কথা হয় বন্ধ
এর থেকে যন্ত্রণা আর কিছু হয় না
তাই পরিবারে কক্ষনো নয়ছয় না
একে আপরের প্রতি ছাড় দিতে শিখলে
হৃদয়ের কথাগুলো দুই চোখে লিখলে
বিশ্বাস সরলতা হলে প্রেম শুদ্ধ
পরিবারে ভালবাসা থাকে অবরুদ্ধ।
চুমু
তোমার মনে আছে?
যেদিন প্রথম তোমার গালে চুমু খেয়েছিলাম
লজ্জায় তোমার গাল কেমন লাল হয়ে গিয়েছিল! চোখদুটো কেমন বুজে এসেছিল!
তুমি অনেকক্ষণ কথা বলতে পারছিলে না!
তারপর তোমার সে কী ভুবনমোহিনী হাসি!
খলখল করে তুমি হেসে উঠলে!
সে হাসি তো থামতেই চাচ্ছিল না!
সে হাসি থামালে কেন?
হাসো কন্যা হাসো
বরাবরের মতো খলখল করে হাসো!
হাসির স্রোতে ভেসে যাক সব গ্লানি
সব মান অভিমান
সব না পাওয়ার দুঃখ
সব জড়তা-সংকোচ।
হাসি ও চুমু
চুমু ও হাসি
লেগে থাকুক তোমার গালে
সারাক্ষণ।
সবসময়।
তুমি আছ
জীবনের পথ চলা জীবনের কথা বলা
সবখানে হে প্রিয় তোমাকে পাই
জীবনের জয়গানে আলোছায়া আহবানে
ক্ষণে ক্ষণে হে মহান তোমাকে চাই।
ভুল হলে ভুল পথে চলে গেলে তুমি রথে
তুলে নিও তুমি দিও চরণে ঠাঁই
গানে গানে সুর তানে মানে আর অপমানে
জীবনের সাথে দিও মরণে ঠাঁই।
যে সময় পরাজয় ঘিরে ধরে ভয় হয়
সে সময় হাত ধরে দেখিও পথ
আলেয়ার পিছু গেলে তুমি দুই বাহু মেলে
দ্বার ঠেলে আমাদের ঠেকিও পথ।
জাগরণে আনমনে শয়নে কী স্বপনে
এই মনে প্রতি ক্ষণে তোমারই নাম
এই বুকে সুখে দুখে মানুষের মুখে মুখে
তুমি আছ এ ভূবন তোমারই ধাম।
আমার ছদ্মবেশী মন
আমার ছদ্মবেশী মন, তোমায় খোঁজে সারাক্ষণ
আমার মনখারাবি চাঁদ, তোমার রঙরুটে বরবাদ
আমার অগোছালো চুল, তোমার গোলাপ রাঙা ঠোঁট
আমার সত্যি ভালোবাসা, বাঁধায় হঠাৎ হুলুস্থুল।
আমার রঙচটা জিন্সপ্যান্ট, তোমার কালো শাড়ির ভাঁজ
আমার সিট ভাঙা সাইকেল, রাস্তা জুড়ে ব্যারিকেড
আমার পকেট গড়েরমাঠ, তবু স্বপ্নরা সাত তলা
আমার যা ছিল সম্বল, বেঁচে কেনা গোলাপ ফুল।
আমার চোখের কোনে কালি, তোমার বারান্দাটা ঝোলে
তুমি বেলকনিতে বসে, আমার মিথ্যা হাপিত্যেশ
আমি শুঁকনো ঝরাপাতা, তুমি খুব দামি অর্কিড
আমার হাত দুটো খুব ছোট, আমার হাত বাড়ানোই ভুল।