অমিতাভ পালের ৫ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২১

খুন

রাস্তায় থুথু পড়েছিল একদলা
অসাবধানে আমার পা গিয়ে পড়লো সেটার ওপর
মনে হলো, জুতার নিচে একটা মুখকে যেন থেতলে দিলাম

আজকাল আমি থুথুভরা রাস্তায়
পা ফেলতেও ভয় পাই

জাঙ্কইয়ার্ড

চারদিকে জংধরা লোহালক্করের ভিড়
সবকিছুর এক রঙ এক খড়খড়ে স্বভাব
সবাই কঠোর কঠিন
কেবল মাঝেমাঝে অন্যকোনো ধাতুখণ্ড— টিন
রোদ পড়লে হেসে ওঠে ফিক করে
এটাই ছুটির দিন

আমরা এভাবে আছি

স্টিললাইফ

আকাশ থেকে সন্ধ্যা নামছে
জেগে উঠছে নিশাচর শহর
বাদুরের মতো সারাদিন ঘুমিয়ে থাকা
স্ট্রিটলাইটগুলি চোখ খুলছে
জানালার মুখ প্রসাধনে উজ্জ্বল
গাড়ির হেডলাইট জ্বলছে ভাম খাটাশের চোখের মতো
অন্ধকার বিছানা পাতছে

আকাশ থেকে সন্ধ্যা নামছে
আর ক্যানভাসের কোণায় আমরা দিনের পাখিরা
বাসায় ফিরছি

অ্যানিমেশন

সব ভালো সব শুভ সব বিদ্রোহ সব চিৎকার
কেবল কাগজে কলমে হচ্ছে
সিনেমা হলের স্পিকার গমগম করছে সত্যের জয়ে
নায়ক ইন্টারভিউ দিচ্ছে
ঘাম ধুয়ে ফেলতে নায়িকা ঢুকেছে বাথরুমে
আর আমরা সব বনলতা সেনের দেয়া দু’দণ্ডের শান্তিতে
হাসছি কাঁদছি গান গাইছি

সব অ্যানিমেশন

দোকান

আমরাও দোকানের মতো
কেউ বেচি চেহারা
কেউ ক্ষমতা
কেউ দাপট আর
কেউ শ্রম
আমাদের সাইনবোর্ডগুলিও বিভিন্ন দোকানের মতো
বিভিন্ন রকম
আলোকসজ্জাও আলাদা

আমাদের দেশে মেয়ে দোকানগুলিই বেশি চলে