অমিতাভ পালের গুচ্ছকবিতা
প্রকাশিত : মার্চ ১৫, ২০২১
মঙ্গলগ্রহ নগ্ন হচ্ছে
পারসিভারেন্সের তোলা ছবিতে দেখলাম,
নির্লোম বালিকার মতো শুয়ে আছে মঙ্গলগ্রহ
উদ্ভিন্ন স্তনের মতো তার পাহাড়
আর পারসিভারেন্সের চাকার দাগ
তাকে নষ্ট করে দিচ্ছে
পড়শি চাচার নখের আঁচড়ের মতো
পারসিভারেন্সের তোলা ছবিতে দেখলাম,
মঙ্গলগ্রহ নগ্ন হচ্ছে
সরল বিজ্ঞাপন
আমাদের সব সেলফিই আমাদের প্রেমের ইতিহাস
আমাদের শৈশব আমাদের যৌবন আমাদের কৃতকর্ম—
সবকিছুই আমাদের আত্মপ্রতিকৃতির থিসিস
সেখানে আমরা সেজেগুজে প্রাণপণে দাঁড়াই
নিজেদেরকে দেখতে
আমাদের সব সেলফিই আমাদের সরল বিজ্ঞাপন
হরিলুট
লুট হচ্ছে ব্যাংক কোষাগার সংস্কৃতি স্বপ্ন রাষ্ট্র
আর দেরি কোরো না
সবাই ব্যাগ নিয়ে চলো যদি কিছু কুড়িয়ে পাওয়া যায়
তাহলেই আখের গুছিয়ে ফেলতে পারবো
লুট হচ্ছে—
রাস্তায় রাস্তায় পড়ে আছে টুকরা টুকরা দেশ
বাংলাসমুদ্র
ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকালে
আমি জনসমুদ্র দেখি
তখন আমাদের বাসাটাকে মনে হয়
কক্সবাজারের সি-বিচে মাথা তুলে দাঁড়ানো কোনো হোটেল
যা আমাকে সারাক্ষণ সমুদ্র দেখাচ্ছে
ঢেউয়ের গর্জন শোনাচ্ছে
সারাক্ষণ আমাদের বাসাটার পা ভিজিয়ে দিতে থাকা
ঢেউয়ে ভরা বাংলাসমুদ্র
খুব চঞ্চল অস্থির আর সশব্দ
নামতা
পিঠে বালু বয়ে নিয়ে যাবার জন্য
নদীর পাড়ে অপেক্ষা করছে একটা ট্রাক
ভারবাহী এই পশুটার আগে নাম ছিল গাধা
এখন ট্রাক নাম নিয়ে সে সারাক্ষণ খাটছে
তার পূর্বপুরুষদের মতো
নাম বদলায়, ভার বদলায় না