অন্নদাশঙ্কর রায়ের ছড়া

প্রকাশিত : মার্চ ০৫, ২০২২

কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের আজ জন্মদিন। ১৯০৪ সালের ১৫ মার্চ উড়িষ্যার ঢেঙ্কানলে তার জন্ম। তার পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিশেবে তার রচিত কয়েকটি ছড়া পুনর্মুদ্রণ করা হলো:

পারিবারিক

হাঁ গো হাঁ
পটলের মা
বর্গীরা পৌঁছালো বর্মা
আসতে কি পারে
গঙ্গার ধারে
এদিকে যে রয়েছেন শর্মা।

থাক হে থাক

পটলের বাপ
শুনেছি অমন কত বাক্
তুমি যদি না যাও
বেহালাটি বাজাও
আমি যাই, পটলাও যাক।

ভেলকি

চন্ডীচরণ দাস ছিল
পড়তে পড়তে হাসছিল।
হাসতে হাসতে হাঁস হল
হায় কী সর্বনাশ হল!
বিশ্বমোহন বল ছিল
ঘাসের ওপর চলছিল।
চলতে চলতে ঘাস হল
হায় কী সর্বনাশ হল!
নন্দগোপাল কর ছিল
ডুব দিয়ে মাছ ধরছিল।
ধরতে ধরতে মাছ হল
হায় কী সর্বনাশ হল!
বন্দে আলি খান ছিল
গাছের ডাল ভাঙছিল।
ভাঙতে ভাঙতে গাছ হল
হায় কী সর্বনাশ হল!

কেউ জানে কি

হা হা
সত্যভূষণ রাহা
যে কথাটা বললে তুমি
সত্য বটে তাহা!
চামচিকেরা ঝুলকালি খায়
কেউ জানে না আহা!
হো হো
ইন্দুভূষণ গোহো
এই কথাটা জানলে পরে
ভাঙবে তোমার মোহ!
গাংচিলেরা নাসপাতি খায়
কেউ জানে না ওহো!

ব্যাঙের ছড়া

ব্যাঙ বললেন ব্যাঙাচ্চি
দাঁড়া তোদের ঠ্যাঙাচ্ছি।
তা শুনে কয় ব্যাঙাচ্চি,
আমরা কি স্যার, ভ্যাঙাচ্ছি?

বাতাসিয়া লুপ

ছটা কুড়ি
ট্রেন ছেড়েছে শিলিগুড়ি।
ডিং ডং
ছাড়িয়ে গেল কার্সিয়ং
ঝুম ঝুম
এবার বুঝি এলো ঘুম।
টিং টং
ঘুম থেকে যায় দার্জিলিং
ইয়া ইয়া
এই কি সেই বাতাসিয়া?
চুপ চুপ
সামনে বাতাসিয়া লুপ
নমো নমো
বিশ্বমাঝে উচ্চতম।