
প্রতীকী ছবি
অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ, গ্রেপ্তার ২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৯, ২০২৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে শনিবার রাতে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা নারী বলেন, “আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা।”
এ ঘটনায় আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকারকে (১৯) পুলিশ গ্রেপ্তার করেছে। পেশায় দুজনই অটোরিকশাচালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, “ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় যেতে যেতে রাত হয়ে যায়।”
তিনি আরও বলেন, “রাত আনুমানিক ১০টার দিকে ওই দুই যুবক নারীটিকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে নারীটির চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী হিন্দু সম্প্রদায়ের। পরিবারকে না জানিয়ে এক মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পরে তিনি বাবার বাড়িতে যান। কিন্তু পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি ঢাকায় কাজের খোঁজে চলে আসেন।