‘বাংলাদেশের হিন্দুদের বিষয়ে ভারতের অবস্থান বাড়াবাড়ি’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪
বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থান বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, “বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছে। থানার ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক— এগুলো কি তারা দেখেন না?”
তিনি আরও বলেন, “মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিচ্ছে। এটাও কি তাদের চোখে পড়ে না? বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থান বাড়াবাড়ি।”
চিন্ময় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, “সন্ন্যাসী হোন বা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। অপরাধ অপরাধই। আমি ৪০ বছর ধরে রাজনীতিতে আছি, আমার বিরুদ্ধে কি কখনও কোনো অপরাধ প্রমাণিত হয়েছে? সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”
তিনি আরও বলেন, “অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে। কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত, তারা অস্থির মস্তিষ্কের মানুষ। বাবরি মসজিদ ভাঙা নিয়ে বাংলাদেশ যখন মন্তব্য করেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনই, প্রফেসর ইউনূসের বিষয়ে বাংলাদেশ বলেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।”
উল্লেখ্য, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস